সিলেটটুডে ডেস্ক

০২ জুন, ২০১৬ ১২:০২

রাখাইন নৃ-গোষ্ঠী থেকে ঢাবি শিক্ষক হয়ে উচিং লয়েনের ইতিহাস

রাখাইন নৃ-গোষ্ঠী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েছেন উচিং লয়েন। এর আগে কোন রাখাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন নি।

বুধবার (১ জুন) ব্যবসায় অনুষদের ট্যুরিজম এ্যান্ড হসপিতালিটি ম্যানেজমেন্ট বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পান তিনি। তবে আগামী আগস্ট থেকে কাজ যোগ দেয়ার কথা তাঁর।

উচিং লয়েনের গ্রামের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার ছাতনপাড়ায়। তালতলী মাধ্যমিক বিদ্যালয় ও তালতলী কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়ে ট্যুরিজম এ্যান্ড হসপিতালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

এখানেও স্নাতক এবং স্নাতকোত্তর কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। ৩৪তম বিসিএসের ভাইভায় অবতীর্ণ হয়েছেন ইতো:মধ্যেই। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলে কোনটাকে বাছাই করা হবে প্রশ্ন করা হলে তিনি আচিক জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই তিনি প্রাধান্য দেবেন।

আপনার মন্তব্য

আলোচিত