রাবি প্রতিনিধি

২০ অক্টোবর, ২০১৬ ২০:২৬

রাবি শিক্ষার্থী লিপু হত্যায় অজ্ঞাতদের আসামি করে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লিপুর চাচা বশীর মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নিহত লিপুর চাচা বশীর মোল্লা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেছেন।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম ও তার বন্ধু ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রদীপ বিশ্বাসকে আটক করা হয়েছে।’

এদিকে বিকেল ৫টায় রাবি কেন্দ্রীয় জামে মসজিদে লিপুর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার মকিমপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এদিকে ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সিনিয়র প্রভাষক ডা. এনামুল হক বলেন, ‘লিপুর মাথায় ডান পাশে বড় ধরনের আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। সেই আঘাত ছাদ থেকে পড়ে গিয়েও হতে পারে, আবার মোটা রোলার-লাঠির আঘাতের কারণেও হতে পারে। তার মাথার প্রায় সবগুলো হাড়ই ভেঙে গেছে। বুকের ডান ও বামপাশেরও কিছু হাড় ভেঙে গেছে। ফুসফুসেও কিছু সমস্যা হয়েছে। এছাড়া হাত ও পায়ে কিছু অংশেও ছাল উঠে গেছে।’

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোতালেব হোসেন লিপু। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লিপু ওই হলেরই ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।

আপনার মন্তব্য

আলোচিত