রাবি প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৬ ২১:৩৫

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে মশাল মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকতা বিভাগের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাব আব্দুল লতিফ হলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে চলমান আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। এছাড়া প্রশাসনের কাছে শীঘ্রই লিপু হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা স্লোগানে বলে, ‘প্রশাসন নীরব কেনো, লিপু হত্যার বিচার চাই; মতিহারে রক্ত কেনো, প্রশাসন জবাব দে।’

এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসনের নীরবতা বলে দেয় তারা এ হত্যার সুষ্ঠু তদন্ত করছে না। তারা বিচারের নামে প্রহসন করছে।’

এছাড়া বুধবার সকাল ১১ টায় বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন থেকে লিপু হত্যার বিচার দাবিতে কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য

আলোচিত