শাবিপ্রবি প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৬ ১৭:০৬

শাবিতে জালিয়াত চক্রের বিচারের দাবিতে মানববন্ধন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের বিষয়ে প্রশাসনের অস্পষ্টতা এবং শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতীকী মানববন্ধন, মৌন মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তৌহিদ জামাল অমির সভাপতিত্বে এবং কাসিব মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, জাহাঙ্গীর নোমান, রাকিবুল সাজন, আলী নেওয়াজ, মোস্তাফিজ মিল্টন, রাসেল আল মাসুদ প্রমুখ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাদের দ্রুত বিচার করার দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, জালিয়াতির চেষ্টায় আটক ছাত্রলীগ কর্মী ওমর ফারুক বাপ্পীকে ছাড়িয়ে আনতে কারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের স্টুপিড গালি দেয়া এক প্রভোস্টকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা।

শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হক এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা অছাত্রসুলভ আচরণ করায় আমি এটা বলতে বাধ্য হই।

আপনার মন্তব্য

আলোচিত