সিলেটটুডে ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৯

সিকৃবিতে তারেক মাসুদের জন্মদিন উদযাপিত

৬ ডিসেম্বর খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন। ১৯৫৭ সালের এদিন ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে তার জন্ম।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে কেক কেটে উদযাপন করা হয় বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন ও বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের পথিকৃৎ তারেক মাসুদের জন্মদিন। এতে চলচ্চিত্র সংসদের মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য, সভাপতি কাজল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা  শ্রদ্ধাভরে স্মরণ করেন গুণী এই নির্মাতাকে। তারেক মাসুদ ১৯৮৫ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এটির নাম ‘সোনার বেড়ি’। একই বছরের শেষ দিকে ‘আদম সুরত’ শিরোনামের তথ্যচিত্র নির্মাণ করেন। কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে এটি তৈরি করা।

তিনি মহান মুক্তিযুদ্ধের ফুটেজ ব্যবহার করে দুটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। সেগুলো হলো- মুক্তির গান ও মুক্তির কথা।

এছাড়াও তিনি তার হাতের পরশে নির্মিত হয়েছে ‘নারীর কথা’, ‘ইন দ্য নেইম অফ সেফ্‌টি’, ‘আ কাইন্ড অফ চাইল্ডহুড’, ‘ভয়েসেস অব চিলড্রেন’র মতো প্রামাণ্যচিত্রগুলো।
পাশাপাশি বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন তারেক মাসুদ। তার নির্মিত স্বল্পদৈঘ্য ছবিগুলো হলো- সোনার বেড়ি (১৯৮৫), সে(১৯৯৩), নরসুন্দর(২০০৯), শিশু কথা(১৯৯৭), নিরাপত্তার নামে(১৯৯৯), বিপন্ন বিস্ময়, নিরপরাধ ঘুম, সুব্রত সেনগুপ্ত ও সমকালীন বঙসমাজ এবং ইউনিসন (এনিমেশন)।

‘মাটির ময়না’ (২০০২) তার প্রথম ফিচার চলচ্চিত্র যার জন্য তিনি ২০০২-এর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর' ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারে (অস্কার) মনোনীত হয়েছিল। তার সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে।

২০১১ সালে ১৩ আগস্ট নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর দৃশ্যধারণের স্থান নির্বাচন করে মানিকগঞ্জ থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হন তারেক। এসময় তারেক মাসুদের পাশাপাশি চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত