সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৭ ১৮:৫১

মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর ২০ এপ্রিল

মেট্রোপলিট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিলেট সদর উপজেলার বটেশ্বরে ৮ একর জায়গার উপর সিলেটের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন।

ওইদিন সকাল ১০টায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠছে। পাঁচ তলা অনেকগুলো ভবনের সমন্বয়ে গড়ে ওঠছে স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস।

আপনার মন্তব্য

আলোচিত