শাবি প্রতিনিধি

০৮ জুন, ২০১৭ ০৩:৪৫

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে শাবির ‘কিন’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সেচ্ছাসেবী সংগঠন কিন-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের জামা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে একাডেমিক ভবন ডি এর গ্রাউন্ডে কিন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। কিন এর এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বারাকা পাওয়ার লিমিটেড।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.রাশেদ তালুকদার, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.কে.এম.মাজহারুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, বারাকা পাওয়ার লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী এবং সাব্বির আহমেদ।

ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, "কিন এর আয়োজনটি প্রতি বছরের মত এবারও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীতেও হবে এমনটি আশা রাখি।"

এ.কে.এম.মাজহারুল ইসলাম বলেন, "কিন তার আত্মার দায়বদ্ধতা থেকে যে কাজটি নিয়মিতভাবে করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।"

কিন এর সভাপতি হোসেইন আহমেদ নিশান এবার ১৩৫ জন বিভিন্ন বয়সী শিক্ষার্থীর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত