সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৭ ১৬:১৪

হার্ভাড ইউনিভার্সিটিতে লিডিং ইউনিভার্সিটি শিক্ষকের গবেষণা প্রবন্ধ উপস্থাপন

গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাহরিমা চৌধুরী জান্নাত

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সোশ্যাল সায়েন্সেস এন্ড হিউমিনিটিস’- এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

‘Racial discrimination against Dalit community in Bangladesh: An assessment of procedure and strategies for the international protection of human rights’ শিরোনামের এ প্রবন্ধ কনফারেন্স জার্নালে প্রকাশিত হয় বলে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে হার্ভাড ইউনিভার্সিটি ছাড়াও প্রিন্সটন ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটির গবেষকবৃন্দ সহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সমূহের মোট ১২০ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট্রাল কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক জে, এল, বনিসি।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাহরিমা চৌধুরী জান্নাতকে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত