নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৭ ১৪:১২

শাবিপ্রবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান ।

এবারের ভর্তি পরীক্ষায় ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী লড়ছে। পৃথকভাবে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯৪৬৯ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জালিয়াতি চক্রের বিষয়ে প্রক্টর জাহিদ হাসান বলেন,  জালিয়াতি ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। অ্যাডমিট কার্ড, ছবি ইত্যাদি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

এছাড়া দুপুর আড়াইটায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের সাব ইউনিট ‘বি১’ এ ৩০৯১৫ জন এবং ‘বি২’ এ আবেদন করেছেন ১৮৯৫ জন শিক্ষার্থী।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রক্টরিয়াল বডি। পরীক্ষায় যেকোনো জালিয়াতি ও বিশৃঙ্খলা ঠেকাতে সহকারী কমিশনার ইশতিয়াক ইমন ও শেখ জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত