
১৫ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:৩১
লিডিং ইউনিভার্সিটিতে বেগম রাবেয়া খাতুন চৌধুরী মেমোরিয়াল মুট কোর্ট কম্পিটিশন-২০২০ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মুটকোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুটকোর্টের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দেব এবং সিনিয়র সহকারী জজ মোতাসিম বিল্লাহ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুটকোর্ট সোসাইটির উপদেষ্টা প্রভাষক সাবেরা সুলতানা এবং সহ-উপদেষ্টা প্রভাষক মো. রেজাউল করিম।
আপনার মন্তব্য