সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০২০ ১৭:০১

‘ফেয়ার অ্যান্ড লাভলি’র ‘ফেয়ার’ বাদ দেওয়ার সিদ্ধান্তটা ‘লাভলি’

রঙ ফর্সাকারী ক্রিম বলে বিজ্ঞাপন দেওয়া ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নামের মধ্যে থাকা ‘ফেয়ার’ শব্দটা বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘লাভলি’ বলে মন্তব্য করেছেন অভিনেতা এবং নির্মাতা নন্দিতা দাস।

‘ডার্ক ইজ বিউটিফুল’ ক্যাম্পেইনের সমর্থক নন্দিতা এই ঘটনাকে আন্দোলনের বিজয় বলে উল্লেখ করে আউটলুক’কে বলেছেন, ‘ফেয়ার অ্যান্ড লাভলির নাম পরিবর্তন করতে চাওয়ার ঘটনাকে আমি আন্দোলনের বিজয় বলে মনে করি। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতদিন তাদের এই নাম সৌন্দর্যের সঠিক অর্থ প্রকাশ করতো না।’

হিন্দুস্তান ইউনিলিভার বৃহস্পতিবার জানিয়েছে, ক্রিমের নামের ক্ষেত্রে তারা ফেয়ার শব্দটা বাদ দেবে।

একটি শব্দ বাদ দিয়ে ক্রিম বিক্রির বিষয়টি ঠিক হবে কি না, এমন প্রশ্নের জবাবে নন্দিতা বলেন, ‘সমাজে যেখানে ফর্সা ত্বককেই সুন্দর বলা হয়, সেখানে বিলিয়ন ডলারের একটি কোম্পানির ফেয়ার হতে চাওয়ার ঘটনা বেশ লাভলি (সুন্দর)। শুধু নাম পরিবর্তন করলেই সবকিছু পরিবর্তন হচ্ছে না, তবে শব্দের ভূমিকা গুরুত্বপূর্ণ। সময় আমাদের বলে দেবে এই পণ্য বিক্রি বন্ধ করতে হবে কি না।’

নাম পরিবর্তনের বিষয়টি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডও (ইউবিএল) বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তারা বলছে, ‘সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ফেয়ার অ্যান্ড লাভলি নাম থেকে ফেয়ার শব্দটি বাদ দেবে কোম্পানিটি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তিত হবে বলে আশা করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত দশকে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনী প্রচারণায় নারী ক্ষমতায়নের বার্তাটি তুলে ধরা হয়েছে। ব্র্যান্ডটির লক্ষ্য সৌন্দর্যের ক্ষেত্রে এমন একটি সামগ্রিক পন্থা অবলম্বন করা, যেটি অবশ্যই সার্বজনীন ও বৈচিত্র্যময় এবং সবখানে সবার কথা মাথায় রাখে। সব ধরনের গায়ের রঙ নিয়ে কথা বলতে ব্র্যান্ডটি প্রতিশ্রুতিবদ্ধ।’

আপনার মন্তব্য

আলোচিত