বিনোদন ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৫ ২২:২৬

শাহরুখ খান পাকিস্তানি এজেন্ট!

আক্রমণ যে নামবেই, সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। শাহরুখ নিজেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। হলও তাই। সোমবার নিজের ৫০ তম জন্মদিনে দেশে চলতে থাকা অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছিলেন শাহরুখ খান। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে এক কথায় পাকিস্তানের এজেন্ট বলে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী। বললেন, শাহরুখ বরং এদেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে বাস করুন।

সোমবার নিজের পঞ্চাশতম জন্মদিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ উগরে দেন শাহরুখ। বলেন, ‘‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এ ভাবে চলতে থাকলে আমরা আর ক’দিনের মধ্যে অন্ধকার যুগে ফিরে যাব।’’

দ্ব্যর্থহীন ভাষায় নিজের অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘‘অসহিষ্ণু হওয়াটা অত্যন্ত নির্বোধের কাজ। আমাদের মতো দেশে ধর্মনিরপেক্ষতা দেখাতে না পারার চেয়ে জঘন্য অপরাধ আর নেই।’’

প্রতিবাদী লেখক-শিল্পী-শিক্ষাবিদ-শিল্পকর্তাদের তালিকায় এ ভাবেই ঢুকে যান এক জন সুপারস্টারও। সরকারি পুরস্কার যাঁরা ফিরিয়ে দিচ্ছেন, তাঁদের ভাবাবেগের প্রতিও সমর্থন জানান তিনি। সাফ জানান প্রয়োজনে পুরস্কার ফেরাতেও পিছপা হবেন না।

শুধু শাহরুখই নন, যাঁরা যাঁরা অসিষ্ণুতার অভিযোগে সরকারি পুরস্কার ফিরিয়েছেন, তাঁদের সবাইকেই মঙ্গলবার বিশ্বাস ঘাতক তকমা দিয়েছেন সাধ্বী প্রাচী।

আপনার মন্তব্য

আলোচিত