বিনোদন ডেস্ক

০১ মার্চ, ২০১৬ ০১:১৫

ফাহমিদা নবীর সঙ্গে গাইলেন ধোনি ও কোহলি

মঞ্চের সামনে শ’তিনেক দর্শক। মঞ্চে ফাহমিদা নবী। মাইক্রোফোন হাতে একের পর এক গান পরিবেশন করছেন। শুরু করেছেন ‘ও আমার দেশের মাটি’ দিয়ে। তারপরই পরিবেশন করলেন তার জনপ্রিয় গান ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। ফাহমিদা নবীর কণ্ঠ থেকে কেড়ে নিয়ে উপস্থিত দর্শকরা গানটি গাইতে শুরু করলেন।

শত কন্ঠে ধ্বনিত হতে থাকলো গানটি। গানের মাঝে সবাইকে চমকে দিয়ে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনী। ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আধো আধো বাংলায় শুরু করলেন, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। গানের তালে ধোনীর পারফর্মও ছিলো দেখার মতো। শুধু ধোনী নয় ফাহমিদা নবীর সঙ্গে কন্ঠ মিলিয়েছেন বিরাট কোহলিও। দু’জন মিলে পরিবেশন করলেন তাজমহল সিনেমায় লতা মুঙ্গেশকরের গাওয়া ‘যো ওয়াদা কিয়া বো নিভানা পারেগা’ গানটি। গানটির একটি ভিডিও ইন্সট্রাগ্রামে আপলোড করেছেন বিরাট কোহলি। লিখেছেন, ‘ইন্ডিয়ান হাই কমিশনে মজার কিছু মুহুর্ত্য কাটলো। গানটি আমার খুব পছন্দের।’

ফাহমিদা নবী  জানালেন, ‘ওদের সবার উৎসাহ দেখে সত্যিই আমি অভিভূত! ওরা সবাই খুব প্রাণবন্ত। ওরা সবাই নাচ-গান করেছে। রবিশাস্ত্রী বললো দলের সব ক্রিকেটাররাই গান করতে পারে। তারপর কয়েকজন স্টেজে এসে গান গাইলেন। আমার মনে হয়, বাংলাদেশ টিম জেতার পর এভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করলে ক্রিকেটাররা উৎসাহিত হবে।’
 
ইন্ডিয়ান হাই কমিশনের আয়োজনে এ অনষ্ঠানে আরও ছিলেন সঙ্গীতশিল্পী এলিটা করিম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক ধোনিসহ সবাই ছিলেন অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত