বিনোদন ডেস্ক

০৪ মার্চ, ২০১৬ ০০:১৯

‘প্রথম আলো’র ‘মাফিয়াগিরি’কে ফারুকীর ‘না’!

দেশের বহুল প্রচারিত সংবাদপত্র প্রথম আলো্র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথম আলোর 'মাফিয়াাগিরি'র বিরুদ্ধ তাঁর অবস্থান বলেও জানিয়েছেন ফারুকী।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে প্রথম আলো'র বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন এই নির্মার্তা। যিনি প্রথম আলো গোষ্ঠির প্রিয়ভাজন হিসেবেই পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে প্রথম আলো'র সাথে তাঁর দুরত্ব তৈরি হয়।

ফারুকীর নতুন ছবি ‌'ডুব' নিয়ে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ কররেও প্রথম আলো-তে কোনো সংবাদ প্রকাশিত হয় নি। এবিষয়ে ফেসবুকে সাংবাদিক সামিয়া রহমান ফারুকীর কাছে জানতে চান। এর জবাবে প্রথম আলোর সমালোচনা করেন ফারুকী।


বুধবার রাত ১১.৫৫ মিনিটে তার ফেসবুক পোস্টে মোস্তফা সারয়ার ফারুকী লিখেছেন, ‘প্রথম আলোর বিনোদন এবং সংস্কৃতি পাতার মাফিয়াগিরির বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।’

ফারুকী লিখেছেন, ‘প্রথম আলো বা অন্য কোনো আলো কি লিখলো আর কি লিখলো না, তাতে কিছুই যায় আসে না । কিন্তু যেহেতু এই বিষয়ে অনেক রকম কথা হচ্ছে আমার উত্তরটা আমি দিয়ে রাখি।’

তিনি লিখেছেন, ‘প্রথম আলো অবশ্যই আমাকে ফোন করেছিল। আমি বিনয়ের সঙ্গে বলেছি প্রথম আলোর সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাই না। কখনো সময় সুযোগ হলে মতিউর রহমান সাহেবের কাছে আমার অভিযোগগুলো করবো। তারপর যদি দেখি তিনি ব্যবস্থা নেন তাহলে কথা হবে আবার। যদিও জানি আমি কথা না বললে প্রথম আলোর কিছু যায় আসে না। তেমনি এটাও লাউড এন্ড ক্লিয়ার বলা দরকার আমারো কিছু যায় আসে না। কিন্তু সকল প্রকার মাফিয়াগিরির মুখে না বলে দেয়া উচিত । তাই বলেছি “না”!’

আপনার মন্তব্য

আলোচিত