সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ জুন, ২০১৬ ১০:১৫

‘কিরপান’ ড্যান্স করায় জ্যাকুলিনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা

বলিউডের শ্রীলংকান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ শিখদের রোষানলে পড়েছেন।

একটি ছবিতে শিখদের ধর্মীয় ঐতিহ্যের 'কিরপান' পরে তিনি নাচ করেছেন।

আর এতেই জ্যাকুলিনের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা ঠুকে দেয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

আগামী ২৯ জুলাই মুক্তি পাবে সাজিদ নাদিয়াওয়ালার নতুন ছবি ঢিশুম। এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ ধাওয়ান।

ভারতের চণ্ডীগড়ের এক আইনজীবী এই ছবির নায়িকা জ্যাকুলিন ও নির্মাতা সাজিদ নাদিয়াওয়ালার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন।

রবীন্দ্র সিং বাঁশি নামের সেই আইনজীবী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলাটি করেছেন।

মামলার আবেদনে তিনি উল্লেখ করেছেন, শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ 'কিরপান'-কে এই ছবিতে অবমাননা করা হয়েছে।

কিরপান হচ্ছে ছোট্ট ডেগার,যেটি শিখরা ধর্মীয় প্রতীক হিসেবে পোশাকের সঙ্গে ব্যবহার করে থাকেন।

রবীন্দ্র সিং অভিযোগ করেন, জ্যাকুলিন এই ছবির একটি দৃশ্যে 'অসম্মানজনক'ভাবে কিরপানকে উপস্থাপন করেছেন।

আর এতেই ঘটেছে বিপত্তি। আদালত ১ জুলাই এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। এখন দেখার বিষয়, ধর্মীয় অনুভূতির মামলা জ্যাকুলিন ও তার ছবিকে কতটা ভোগায়।

আপনার মন্তব্য

আলোচিত