বিনোদন ডেস্ক

০৭ জুলাই, ২০১৬ ২৩:৪৮

ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই: আমির খান

'যারা দেশ দেশে সন্ত্রাস চালাচ্ছে, ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই'- এই ভাবেই সন্ত্রাসের তীব্র নিন্দা করলেন বলিউড অভিনেতা আমির খান।

আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন আমির।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকেরা বাংলাদেশে ঘটে যাওয়া হামলার বিষয়ে মতামত জানতে চাইলে আমির বলেন, ‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম বা খ্রিস্টান যে ধর্মেরই মানুষ হোক তাতে কিছু আসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’

গত ১ জুলাই ঢাকার গুলশনের একটি রেস্তোরাঁয় ও আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জে শোলাকিয়ায়  ঈদের নামাজের সময় হামলার ঘটনা ঘটে। এ হামলার তীব্র নিন্দা জানান আমির খান। সূত্র: আনন্দবাজার পত্রিকা  

আপনার মন্তব্য

আলোচিত