বিনোদন ডেস্ক

১৩ আগস্ট, ২০১৬ ১২:৫৫

১৯ আগস্ট মুক্তি পাচ্ছে ‘অজ্ঞাতনামা’

অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ তথ্য জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

ইমপ্রেস টেলিফিল্ম থেকে জানানো হয়, দেশের ৭টি হলে মুক্তি পাবে ‘অজ্ঞাতনামা’। এর মধ্যে উল্লেখযোগ্য হলগুলো হচ্ছে- রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও শ্যামলী।

‘অজ্ঞাতনামা’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ। আরো রয়েছেন ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকির আহমেদ।

নির্মাতা তৌকির বলেন, “আমি এর আগে তিনটি ছবি বানিয়েছি। সেগুলো প্রচলিত বাণিজ্যিক ছবি না। এটুকু বলতে পারি, ভাল কিছু নির্মাণের চেষ্টাই করেছি। ‘অজ্ঞাতনামা’ দর্শকের ভাল লাগার মত একটি ছবি। গল্পটা আমাদের সমাজেরই গল্প। আশা করছি ছবিটি সকলের ভালো লাগবে।”

মুক্তির আগে ‘অজ্ঞাতনামা’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া ইতালির গাল্ফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভেলে অর্জন করেছে ‘জুরি মেনশন অ্যাওয়ার্ড’।

আপনার মন্তব্য

আলোচিত