বিনোদন ডেস্ক

১৪ আগস্ট, ২০১৬ ১৭:২৬

ওপার বাংলায় শাকিব-জয়ার জয়জয়কার

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এখন বাংলাদেশি অভিনয়শিল্পীদের জয়জয়কার। গত শুক্রবার ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। একই দিনে অভিনেত্রী জয়া আহসান অভিনীত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র শবর সিরিজের দ্বিতীয় ছবি 'ঈগলের চোখ' মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সসহ ৫৪টি প্রেক্ষাগৃহে।

গত ঈদুল ফিতরে মুক্তির পর বাংলাদেশে ব্যবসা সফল হয়েছিলো শাকিব খানের ‘শিকারী’। প্রিয় নায়ককে একেবারে ভিন্নরুপে পেয়ে লুফে নিয়েছিলেন দর্শকরা।

এবার ওপার বাংলাও জয় করলেন শাকিব। ‘শিকারী’ দেখতে প্রেক্ষাগৃহগুলোত দর্শকদের উপচে পড়া ভিড়। শাকিবের অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ ওপার বাংলার দর্শকরা। বাংলাদেশের সিনেমা-টিভি চ্যানেল পশ্চিমবঙ্গে দেখতে পারার ব্যবস্থা না থাকায় বাংলাদেশের নায়কদের সম্পর্কে তেমন ধারণা ছিল না ওপারের দর্শকদের। এবার ‘শিকারী’ দিয়ে শাকিব  জয় করে নিয়েছেন সেই দর্শকদের মন।

অন্যদিকে বাণিজ্যিক সিনেমার বাইরে ভিন্নধর্মী স্বাদ পেতে দর্শকরা যাচ্ছেন ‘ঈগলের চোখ’ দেখতে। কলকাতায় ফেলুদা কিংবা ব্যোমকেশের মতো গোয়েন্দা চরিত্র নিয়ে অনেক সিনেমা জনপ্রিয় হয়েছে। এরপর শবর সিরিজের প্রথম সিনেমা ‘এবার শাবর’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন শাশ্বত চ্যাটার্জি।

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলায় নিয়মিতভাবেই ভিন্নধারার আর্টফিল্মে অভিনয় করছেন। সে কারণে তিনি সেখানে ব্যাপক জনপ্রিয়। জয়ার নতুন ছবি ‘ঈগলের চোখ’ দেখতে দর্শকদের ভিড় মোটেই কম নয়। শাশ্বত-জয়ার অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের।

তাই বলা যায়, এবার ওপার বাংলায় চলছে শাকিব-জয়ার জয়জয়কার।

আপনার মন্তব্য

আলোচিত