বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৬

ঈদে হানিফ সংকেতের ‘সন্দেহে মনদাহ’

বিশিষ্ট টিভি উপস্থাপক ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত গত দেড় যুগ ধরেই বছরে দুই ঈদে দু’টি করে নাটক নির্মাণ করে আসছেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।

দর্শকদের জন্য আবারো সামাজিক বক্তব্যনির্ভর নাটক নির্মাণ করেছেন হানিফ সংকেত। নাটকের নাম ‘সন্দেহে মনদাহ’।

জানা গেছে, সদ্য বিবাহিত দম্পতি সোমা ও মিলনকে ঘিরে গড়ে উঠেছে এবারের নাটকের কাহিনী। সোমার স্বামী মিলন অত্যন্ত খুঁতখুঁতে এবং সন্দেহ বাতিকগ্রস্ত একজন মানুষ। যে কারণে সে সবকিছুতেই সোমাকে সন্দেহ করে। আর তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে পরিবারের অন্য সদস্যরা। স্বামীর এই সন্দেহের কারণে বাড়ে স্ত্রীর যন্ত্রণা এবং এ নিয়ে সংসারে ঘটতে থাকে নানা ঘটনা। আর এ সব ঘটনা নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।

নাটকে সোমার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং মিলনের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির।

নাটকটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘হানিফ সংকেত স্যারের নির্মাণ নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন হয় না। দর্শক নির্মাতার নাম শুনেই বুঝে গেছেন নাটকটি কতটা আনন্দের হবে।’

মীর সাব্বির বলেন, ‘সামাজিক বক্তব্যনির্ভর একটি নাটক এটি। যাতে সবকিছু অভিনয়ের মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়েছে। আর হানিফ সংকেতের নাটক মানেই নতুন কিছু।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন আল মামুন, আবদুল কাদের, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, দিপা খন্দকার, স্বাগতা, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলামসহ আরও অনেকে।

নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

আপনার মন্তব্য

আলোচিত