বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৩

রাফির গান ‘মানুষ কত খারাপ হয়’ এখন ইউটিউবে

”মানুষ কত খারাপ হয় নিজেকে দেখলে বুঝি”। এরকম এক অদ্ভুত কথায় তরুণ শিল্পী রাফি ইসলামের আত্মসমালোচনামূলক একটি গান মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে।

আগাগোড়া সিনেমাটিক স্টাইলে নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন শিল্পী নিজেই। কথানির্ভর এই গান সংগীতপিয়াসীর মন ভাবনায় দোলাবে এই প্রত্যাশা করছেন শিল্পী ।

নিজের গান সম্পর্কে তিনি বলেন, মানুষ তার ছদ্মবেশের আড়ালে কতটা নগ্নতা ধারণ করে সে দিকে কেউ খেয়াল করে না, বেদবাক্যের ‘আত্মনং বৃদ্ধি’ কিংবা ‘নিজেকে জানো’র মতোই এই গানের মূল ভাবনা । ফান নয় আবার সিরিয়াসও নয় তবে নগ্মভাবে আপন সত্য উন্মোচন হয়েছে এই গানে । 

দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি তার গান শ্রোতামহলে অন্দোলিত করবে বলে আশা করছেন শিল্পী।

গানটি লিখেছেন সুফি সুফিয়ান, সংগীত করেছেন শাদ শাহ এবং সুর করেছেন শিল্পী নিজেই। মিউজিক ভিডিওতে শিল্পীর সঙ্গে অভিনয় করেছেন পল্লবী ও শাদ শাহ । গানটি অনলাইনে মুক্তি দিয়েছে থ্রিপিলার ।

গানটি শুনতে ক্লিক করুন এই লিংকে...

আপনার মন্তব্য

আলোচিত