বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৭ ২৩:২১

নারীকে সম্মান দিতে সন্তানকে শিক্ষা দিন

নারীকে সম্মান দিতে শিক্ষা দিন সন্তানকে, এমনটি বললেন বলিউড বাদশা শাহরুখ খান। শনিবার মিডিয়াকে এ কথা বলেন তিনি।

বেঙ্গালুরুতে ইংরেজি নববর্ষবরণের সময় কয়েকজন তরুণীকে যৌন নিপীড়নের নিন্দাও জানান বলিউড বাদশা।

কিং খান অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বেঙ্গালুরুতে তরুণীকে যৌন নিপীড়নের বিষয়টি নিয়ে  অন্যদের মতো আমারও একই কথা, এটা একেবারেই অন্যায়। আসলে আমাদের মা-বাবাকে দায়িত্ব নিতে হবে। সন্তানকে শৈশব থেকেই শিক্ষা দিতে হবে কীভাবে সম্মান জানাতে হয় একজন নারীকে ।

শাহরুখ আরো বলেন, ‘আমি মনে করি নারীরা আমার হৃদয়ের সবচেয়ে কাছের। আমার কন্যা আমার হৃদয়ের গভীরে, আমার মা আমার হৃদয়ের গভীরে, সব মেয়েই আমার হৃদয়ের গভীরে থাকে। আমি মনে করি, নারীরা যে এ পৃথিবীর সবচেয়ে সম্মানীয় মানুষ তা এখনই আমাদের বুঝতে হবে এবং সবাইকে বোঝাতে হবে।

১ ডিসেম্বর রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) নববর্ষবরণের সময় বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র এমজি রোড ও ব্রিগেড রোডে পুলিশ বাহিনীর প্রায় ১৫শ’ সদস্যের উপস্থিতিতে বেশ কয়েকজন তরুণীকে যৌন নিপীড়ন করে কিছু বখাটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বখাটেদের ঘৃণ্য কর্মের কিছু দৃশ্যও। এ ঘটনায় বেশ ক’জন শনাক্ত ও বেশ ক’জন আটক রয়েছে। নিন্দার ঝড় বইছে পুরো ভারতজুড়ে।

আপনার মন্তব্য

আলোচিত