বিনোদন ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৭ ১৩:৪০

মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণে যোগ দিতে ঢাকায় পরমব্রত

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ঢাকায় এসেছেন ওপার বাংলার এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় আসেন তিনি। আজ পহেলা বৈশাখে অংশ নিয়েছেন ছায়ানটের বর্ষবরণ আর চারুকলার মঙ্গল শোভাযাত্রায়।

ঢাকায় এসে পরমব্রত চট্টোপাধ্যায় জানান, আমার অনেক দিনের ইচ্ছা পহেলা বৈশাখে ঢাকায় থাকবো। সেই ছোটবেলা থেকে বাংলাদেশের নানা আয়োজনের কথা শুনে আসছি। এবার আমি তার একটি অংশ নিতে পারব। এই দিনটির জন্য এতটা বছর অপেক্ষা করেছি। আজ তা পূরণ হতে চলেছে।

গত বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি ঢাকায় ছিলেন। তখন ‘ভুবন মাঝি’ ছবির শুটিং করছিলেন এদেশে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ইউনিটের সবাইকে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।

ঢাকায় এসে বুধবার রাতে ছবির পরিচালক ফাখরুল আরিফীন খানের বাসায় আড্ডা দেন তিনি। ছবির শিল্পী, কলাকুশলী আর কিছু আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ওই আয়োজনে।

আপনার মন্তব্য

আলোচিত