বিনোদন ডেস্ক

১২ জুন, ২০১৫ ১৯:১৫

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন দেবশঙ্কর

সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হলো অভিনেতা দেবশঙ্কর হালদারের। ২০১৫ সালের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন তিনি। মঞ্চে অভিনয়ের অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেয়া হচ্ছে।

বর্তমানে ২৩টি নাটকে অভিনয় করেন দেবশঙ্করবাবু। ‘নান্দীকারֹ’ নাট্য গোষ্ঠীর সম্পাদক দেবশঙ্করবাবু মঞ্চ ছাড়াও ছোট পর্দায় সঞ্চালনার কাজেও খুবই জনপ্রিয়। ‘কাল্লু মামা’, ‘রুদ্ধসঙ্গীত’, ‘নিঃসঙ্গ সম্রাট’, ‘বিলে’ প্রভৃতি নাটকে তাঁর অভিনয় খুবই উল্লেখযোগ্য। মঞ্চ ছাড়াও ‘মুক্তধারা’, ‘অলীক সুখ’ প্রভৃতি ছায়াছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির খবরে স্বভাবতই আনন্দিত দেবশঙ্করবাবু। তিনি বলেন, “এই পুরস্কার আসলে সামগ্রিক ভাবে বাংলা নাট্যমঞ্চের সন্মান। এটা নাট্যমঞ্চের কলাকুশলী এবং দর্শকদেরও স্বীকৃতি। কারণ তাঁরাই বাংলা নাট্য আন্দোলনকে অক্সিজেন জুগিয়ে চলেছেন।”

আপনার মন্তব্য

আলোচিত