সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৫ ০০:২৩

বক্স অফিস হিট : বিশ্বে রেকর্ড সৃষ্টি করলো ‘জুরাসিক ওয়ার্ল্ড’

জুরাসিক পার্কের পর এবার বক্স অফিস হিট করা ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ বিশ্ব রেকর্ড তৈরি করতে যাচ্ছে। ছবি মুক্তির প্রথম সপ্তাহেই এটি বিশ্বব্যাপী ৫১ কোটি ১০ লাখ ডলার আয় করেছে।

বক্স অফিস ট্রেকার এক্সিবিউটর রিলেসান্স রোববার (১৩ জুন) এ কথা জানায়। ছবিটির সহ-প্রযোজক স্টিভেন স্পিলবার্গ।

হলিউড রিপোর্টারের মতে, ২০১১ সালের সর্বোচ্চ ব্যবসা-সফল ছবি 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস' পার্ট-টুকে ছাড়িয়ে গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’, সে ছবি আয় করেছিল ৪৮ কোটি ৩০ লাখ ডলার।

অ্যাকশানধর্মী ছবি জুরাসিক ওয়ার্ল্ড উদ্বোধনী সপ্তাহে ৬৬টি দেশকে পেছনে কেবল চীনেই আয় করেছে ১০ কোটি ডলার।

উত্তর আমেরিকায় ২০ কোটি ৪৬ লাখ ডলার আয় করে জুরাসিক ওয়ার্ল্ড বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে। কারণ ২০১২ সালের ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ২০ কোটি ৭৪ লাখ আয় করে প্রথম স্থানের রেকর্ড গড়েছিল।

ইউনিভার্সাল পিকচার্সের অভ্যন্তরীণ বিতরণ প্রধান নিক কারপু’র উদ্ধৃতি দিয়ে হলিউড রিপোর্টার বলছে, এটি সত্যিকার অর্থেই একটি ফোর-কোয়াড্রেন্ট ছবি। বিভিন্ন দিক নিয়ে এতে কাজ হয়েছে। এ ছাড়া এর মুক্তির দিনটাও ছিল চমৎকার। সকলেই দিনটির জন্যে অপেক্ষা করছিল।

আপনার মন্তব্য

আলোচিত