সিলেটটুডে বিনোদন ডেস্ক

২১ মার্চ, ২০১৮ ০০:০২

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন ইরফান খান

নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খানকে উন্নত চিকিৎসার জন্য ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলে জানায়, লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত নিউরোএন্ডোক্রিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে শুরু হয়েছে এই অভিনেতার চিকিৎসা। ইতোমধ্যে লন্ডনের একটি হাসপাতালে তার নানা রকম পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

ইরফান লন্ডনে পৌঁছে তার দেয়ালে ছায়া পড়েছে, এমন ছবি ইন্সটাগ্রামে পোস্ট এই তারকা।

এদিকে, অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুনীল কুমার বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, নিউরোএন্ডোক্রিন টিউমার হলো ক্যানসারের বিরল একটি আকার। এটি নাড়ি, ফুসফুস, অগ্নাশয়, উপাঙ্গ, পায়ুসহ শরীরের যে কোনও অংশে ছড়িয়ে পড়তে পারে। ‘নেট’ হিসেবেও এই রোগ পরিচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সার্জারি ও কেমোথেরাপি দুইভাবেই এই রোগের চিকিৎসা হতে পারে।

উল্লেখ্য, গত ৫ মার্চ টুইটারেই ইরফান জানান, তিনি বিরল রোগে ভুগছেন। শিগগিরই রোগটির নাম জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন ৫১ বছর বয়সী এই তারকা।

আপনার মন্তব্য

আলোচিত