বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৮ ০১:৫১

রবীন্দ্রনাথের নাটকে সাজ্জাদ-প্রভা

শুক্রবার সকাল। আবছা আবছা রোদে সূর্যটা মাথার উপরে আসতে যাচ্ছে। রাজধানীর পুরান ঢাকার শ্যাম বাজার এলাকায় একটা মাজার দেখা যায় 'বিবিকা রওজা' নামে। ঠিক তার পাশেই একটা অনেক পুরোনো দ্বীতল ভবন। ভিতরে যেতেই লাইট ক্যামেরার অ্যাকশন দেখা যায়। অবশ্য বাইরে থেকেই আলোর ঝলকানিতে বুঝা যাচ্ছিল ভেতরে শুটিং চলছে। ভেতরে প্রবেশ করতেই বিধবা সাজে দেখা গেলো জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। কবি বেশে প্রভার মন পাওয়ার চেষ্টা করছেন সাজ্জাদ।

নাটকের দৃশ্যটি ছিলে এমনই। খোঁজ নিয়ে জানা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'প্রতিবেশিনী'র একই শিরোনামে একটি বিশেষ নাটকের শুটিং চলছিল। রবীন্দ্রনাথের মূল গল্পে নাটকটির রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেন শ্রাবণী ফেরদৌস। আর এতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করে ইরফান সাজ্জাদ ও সাদিয়া জাহান প্রভা।

রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘রবীন্দ্রনাথের গল্পে এর আগেও কাজ করেছি। তবে এ ধরনের গল্পে কাজ করাটা অনেক কঠিন। সেসময়কার মত সেট,কস্টিউম পাওয়াটা এখন খুবই দুষ্কর। তারপরও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটা ভালো করার। নাটকের বাজেট যদি আরও ভালো হতো তবে প্রতিটা দৃশ্যে আলাদা আলাদা কস্টিউমে দৃশ্যায়ন করে আরও অনেক সুন্দর ও ভালোভাবে উপস্থাপন করা যেত। আশা রাখছি বিশেষ দিবসের এ নাটকটি আমার সেরা একটা কাজ হবে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘বিশ্বকবির গল্প এবং সময়কালটাও তখনকার। এমন গল্পের চরিত্রে কাজ করাটা আসলে অনেক টাফ। তারপরও আমি এটাকে সহজভাবেই দেখছি। চেষ্টার কোন ত্রুটি রাখি নি। নিজের সেরাটা দিয়ে ভালো একটা কাজ উপহার দেওয়ার প্রত্যাশাতে গল্পেই ডুবে আছি।’

সাদিয়া জাহান প্রভা বলেন, ‘পছন্দের একটা চরিত্র আমার। তবে ওই সময়কার সাজসজ্জা, পোশাক সবকিছু মিলিয়ে অভিনয় করাটা আমার জন্য বেশ কঠিন ছিলো। নাটকের একটি জায়গাতে আমাকে নাচতেও হয়েছে। এটা আমার জন্য অন্য রকম একটা অভিজ্ঞতাও বটে। সবকিছু মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে।’

নির্মতা সূত্রে জানা গেছে, আসছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একুশে ইটিভিতে নাটকটি প্রচার করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত