সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২০ ২০:৩১

এবার নাটকের গল্পকার মোশাররফ করিম

অভিনয় ছাড়াও নাটকের গল্পকার হিসেবে মোশাররফ করিমের সুনাম রয়েছে। তার গল্পে অনেক জনপ্রিয় নাটক তৈরি হয়েছে। তবে এবার তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনাট্যকার হিসেবে। সেটি বাস্তবে নয়, নাটকে।

টেলিভিশন নাটকের একজন প্রতিশ্রুতিশীল নাট্যকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি সিরিয়াস লেখকের চরিত্রে দেখা যাবে টেলিভিশনের শীর্ষ অভিনেতা মোশাররফ করিমকে।

নাটকে তাকে মাহবুব হোসেন চরিত্রে দেখা যাবে। তার সাথে অভিনয় করেছেন পিয়া বিপাশা। নাটকে পিয়ার নাম জেসমিন। তিনি মাহবুব হোসেনের স্ত্রীর চরিত্র করেছেন।

মুরসালিন শুভর চিত্রনাট্য ও নির্দেশনায় ‘গল্পওয়ালা’ নামের এ নাটক সম্প্রতি নির্মিত হলো সিএমভি’র ব্যানারে।

এতে মোশাররফ করিম ও পিয়া বিপাশা ছাড়াও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

নির্মাতা মুরসালিন শুভ জানান, নাটকটির শেষাংশে থাকবে দর্শকদের জন্য ভয়ঙ্কর এক বিস্ময়! যার জন্য দর্শকরা মোটেও প্রস্তুত থাকবেন না। আমরা চেষ্টা করেছি চলমান নাটকের বাজারে আউট অব বক্স একটা গল্প বলতে। আমরা চেয়েছি একজন সত্যিকারের লেখকের পাগলামি তুলে ধরতে, সঙ্গে নির্মম বাস্তবতাও। সিএমভিকে ধন্যবাদ কাজটিকে সামনে আনার জন্য।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গল্পওয়ালা’ ১১ জানুয়ারি উন্মুক্ত হচ্ছে ‘সিএমভি ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

আপনার মন্তব্য

আলোচিত