সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২০ ২১:২০

শিশুতোষ সিরিয়ালে ভাবনা

‘বোকা ভূত’ নামের একটি শিশুতোষ সিরিয়ালে কাজ করছেন যাচ্ছেন ভাবনা। সিরিয়ালটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ।

এ প্রসঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, মনে হচ্ছে এই প্রথম নিজের বয়সী কোনও চরিত্র পেলাম! তিনি দাবি করেন, শিশু সহশিল্পীদের মতোই তার বয়স! ওদের সঙ্গে রিহার্সাল করতে গিয়ে, নিজেকে শিশু হিসেবেই আবিষ্কার করলেন পূর্ণ যৌবনা ভাবনা।

ভাবনা বলেন, প্রায় ১২ দিন হলো আমরা রিহার্সাল করছি। সিরিজটি শিশুতোষ। দুরন্ত টিভির জন্য নির্মাণ করছেন অনিমেষ আইচ। যিনি নাটককেও সিনেমার মতো সিরিয়াস প্রস্তুতি নিয়ে বানান। সে জন্যই টানা রিহার্সাল করতে হচ্ছে আমাদের। ফলে শুটিংয়ের আগেই একদল শিশুবন্ধুকে পেয়ে গেছি। আমিও খুঁজে পেয়েছি নিজেকে!

৩০ পর্বে সাজানো ‘বোকা ভূত’ এর শুটিং শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ। সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে এপ্রিল থেকে।

এতে নাবিলা নামের চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। যিনি মালয়েশিয়া থেকে পড়াশুনা করছেন। ছুটিতে বাড়ি আসার পর তার খাটের নিচেই এক বোকা ভূতের দেখা মেলে! শুরু হয় মূল গল্প।

সিরিয়ালে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, আমিরুল হক, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, শিশুশিল্পী উর্বশী, আনাফ, আরিয়ান, মুসকান, পুতুলসহ অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত