সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২০ ২১:০৭

ঢাকায় নির্মিত হচ্ছে ফিল্ম সিটি

ভারতের সহযোগিতায় ঢাকায় তৈরি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক ফিল্ম সিটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের তথ্যমন্ত্রীদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
 
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় ঢাকায় একটি ফিল্ম সিটি গড়ে তোলা হবে ভারতের সহযোগিতায়।

ভারতে একাধিক ফিল্ম সিটি থাকলেও বাংলাদেশে এটিই প্রথম ফিল্ম সিটি হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা ভারতের কাছে ফিল্ম সিটি তৈরির জন্য সহযোগিতা চেয়েছিলাম। কারণ, ভারতের এ ব্যাপারে বিপুল অভিজ্ঞতা আছে। ভারতই এখন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা প্রস্ততকারক দেশ। সে জন্যই তাদের কাছ থেকে এটি তৈরির বিষয়ে সহযোগিতা চাওয়া।

প্রকাশ জাভাদকার জানান, ঢাকায় ফিল্ম সিটি করা নিয়ে কথা হয়েছে। দু’দেশের মধ্যে চলচ্চিত্র ও সরকারি টিভির অনুষ্ঠান আদানপ্রদান নিয়েও কথা হয়েছে। আমরা বাংলাদেশে ফিল্ম সিটি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

এদিকে, বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে নির্মিতব্য সিনেমা নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন উৎসবের মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে।

আপনার মন্তব্য

আলোচিত