সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০২০ ১৯:৩৯

সুরমা নদীর পাড়ে ‘নোলক জানের পালা’

সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ির পাশে সুরমা নদীর পাড়ে প্রদর্শিত হয়েছে ঐতিহ্যবাহী পালানাট্য ‘নোলক জানের পালা’।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় পালা নাটকটি পরিবেশন করে আহির বাংলা। নাট্যপালাটির রচনা ও নির্দেশনায় ছিলেন সায়িক সিদ্দিকী।

পালা নাটকে তুলে ধরা হয়েছে আমাদের বর্তমান সময়ের ভয়ানক সমস্যা ভার্চুয়াল ভাইরাসের প্রভাব। তুলে আনা হয়েছে পারিবারিক অসংগতি।

এক সময় গ্রাম-বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বাঙালি সংস্কৃতির অন্যতম শক্তিশালী এই মাধ্যম নাট্যপালাকে আবারো মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আহির বাংলা। তারা দেশের প্রত্যন্ত অঞ্চল ও দেশের বাইরে পালার নিয়মিত প্রদর্শনী ও স্ব-উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে
বলে জানান এই সংগঠনের পরিচালক সায়িক সিদ্দিকী।

এর আগে শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে চলমান জাতীয় পিঠা উৎসবেও পালা পরিবেশন করে আহির বাংলা। 

আপনার মন্তব্য

আলোচিত