০২ মে, ২০২০ ০১:১৫
সদ্য প্রয়াত বলিউড নন্দিত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার বললেন, জীবনে কিছুই হারাননি তিনি। ইরফান খানের কাছ থেকে শুধু পেয়েছেন।
স্বামীর মৃত্যুর একদিন পর লেখিকা সুতপা সিকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীকে ঘিরে আবেগী একটি পোস্ট দিয়েছেন। ইরফানের সঙ্গে পুরনো দিনের স্মৃতিচারণ করে একটি ছবি শেয়ার করেন সুতপা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি হারাইনি কিছুই। আমি সর্বপ্রকারে তার কাছ থেকে শুধু অর্জনই করেছি।’
২৯ এপ্রিল সকালে ইরফান খান ৫৩ বছর বয়সে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। এর আগে দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে সঙ্গে লড়ছিলেন তিনি। এর ওপর কোলনে ক্ষত হলে তার শরীরের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। চলে যান না ফেরার দেশে।
মুম্বাইয়ের বারসোবা কবরস্থানে ইরফান খানের দাফন সম্পন্ন হয়। তার সৎকারে স্বজনদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ, তিগমাংশু ঢুলিয়া ও অভিনয় ডিও। তারা যথাক্রমে ইরফান অভিনীত ‘মকবুল’, ‘পান সিং তোমার’ ও ‘ব্লাকমেইল’ সিনেমার নির্মাতা।
আপনার মন্তব্য