৩১ অক্টোবর, ২০২৪ ১৬:০০
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ (৩১ অক্টোবর)।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী দেবী কালীর পূজা অর্চনা করবে হিন্দু সম্প্রদায়। শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
শ্যামাপূজা উপলক্ষে দেশের সর্বত্র মন্দিরে ও বিভিন্ন প্রাঙ্গণে মণ্ডপ সাজানো হয়েছে। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সিদ্ধেশ্বরী, রামকৃষ্ণ মঠ ও মিশন, বাসাবোর বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হবে। শাঁখারীবাজার ও তাঁতীবাজারে অস্থায়ী পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে সহস্র প্রদীপ প্রজ্বালন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। পরে রাত ৮টায় শ্যামাপূজা শুরু হবে।
আপনার মন্তব্য