সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ০১:১২

সিমকার্ডের মালিকানা বাতিলের নিয়ম পরিবর্তন

সিমকার্ড মালিকানা বাতিলের আগের নিয়মের পরিবর্তন হয়েছে।

বর্তমান নিয়মে অব্যবহৃত অবস্থায় কোনো সিমকার্ড একটানা ১৫ মাস ফেলে রাখলে ওই সিমের মালিকানা বাতিল হবে। এরআগে সিমকার্ড টানা দুই বছর ব্যবহার না করলে সেটির মালিকানা হারাতেন গ্রাহকরা।

বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)'র সর্বশেষ ১৮৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

বর্তমানে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বরের সিমকার্ড বরাদ্দ দিতে পারে। কিন্তু অনেকে একাধিক সিমকার্ড কিনলেও অব্যবহৃত অবস্থায় রাখে, ফলে ওই সংযোগটি অন্য কাউকে দিতে পারে না মোবাইল অপারেটর। এই অবস্থা দূর করতেই ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুসারে দেশে চালু ও সক্রিয় সিমের সংখ্যা প্রায় ১৩ কোটি ৮ লাখ।

আপনার মন্তব্য

আলোচিত