টেক ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৫ ২১:৫২

গুগল ম্যাপসে তথ্য যোগ করলেই মিলবে উপহার

গুগল ম্যাপসে দর্শনীয় স্থান, রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গার তথ্য ও ছবি নিয়মিত যোগ করলেই মিলবে গুগল ড্রাইভে বিনা মূল্যে এক টেরাবাইট তথ্য সংরক্ষণের সুযোগ।

গুগল ম্যাপসে থাকা কোনো তথ্যের রিভিউ করলেও এ সুবিধা মিলবে।

অনলাইনে বিনা মূল্যে তথ্য সংরক্ষণের পাশাপাশি বাজারে আসতে যাওয়া গুগলের নতুন পণ্য আগেভাগেই পরখ করার সুযোগ পাবে তারা।

গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছে গুগল।

এ জন্য গুগল ম্যাপসের ‘লোকাল গাইডস প্রোগ্রাম’-এর কার্যক্রমও হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য

আলোচিত