
০২ ডিসেম্বর, ২০১৫ ০০:৫৮
ফেসবুকের নিউজফিডে ভিডিও আসছে। আপনি ক্লিক করেন নি, কিন্তু দেখছেন ভিডিওটি অটোপ্লে হয়ে যাচ্ছে। চলছে, ত চলছেই।
এতে আপনার এমবি খরচ হচ্ছে। যেহেতু বেশিরভাগ লোকই অনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন না, তাই বাড়ছে খরচ। আপনি ভিডিও দেখতে চান নি কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে।
এমন ফেসবুকে ‘ভিডিও অটো-প্লে’ নিয়ে সমস্যায় পড়ছেন? বার বার ভিডিও প্লে হয়ে যাওয়ার কারণে আপনার গুনে গুনে ব্যবহার করা ব্যান্ডউইথের ১২টা বেজে যাচ্ছে? তিন ক্লিকে ফেসবুক ভিডিওকে ফাউ ভিউ পাওয়া থেকে বিরত রাখতে পারবেন।
এ নিয়মটি ফলো করুন:ফেসবুক সেটিংস> বামপাশে একদম নিচে ভিডিও অপশনে ক্লিক> অটোপ্লে-ভিডিও অপশন থেকে 'অফ' সিলেক্ট করুন।
দেখবেন কোনও ভিডিও আর অটো-প্লে হবে না।
আপনার মন্তব্য