১৫ ডিসেম্বর, ২০১৫ ২১:৩২
দীর্ঘ ২২ দিন ফেসবুক বন্ধ রাখার পর এবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন জরুরি পরিস্থিতি ছাড়া আর কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে না।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের পর্যালোচনা বিষয়ক এক সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সভায় উপস্থিত ছিলেন।
নিরপত্তা জনিত কারণে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। বন্ধের ২২ দিন পর ১০ ডিসেম্বর ফেসবুক চালু হয়। ২৬ দিন পর ১৪ ডিসেম্বর টুইটার ভাইবারসহ অন্যান্য যোগাযোগ অ্যাপস খুলে দেওয়া হয়।
আর কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে কি না- এ প্রসঙ্গে তারানা বলেন, আমরা কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে চাই না, আনলেস অর আনটিল ইমার্জেন্সি।'
আপনার মন্তব্য