সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২২ ১৬:৫০

কীভাবে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে

ইমো একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে মেসেজ আদানপ্রদান, অডিও ও ভিডিওকলে কথা বলা যায়। অন্য দেশের তুলনায় এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও অনেক।

অনেকেই নানা সময়ে অভিযোগ করে থাকেন তাহলে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক করে অনেকেই নানাজনের কাছ থেকে অর্থ সুবিধা নিয়েও থাকে বলে অভিযোগ অনেকের। এই অভিযোগ সম্পর্কে অ্যাপটির পক্ষ থেকে কিছু না জানালেও আপনি চাইলেই বুঝতে পারবেন আপনার মোবাইল হ্যান্ডসেট ছাড়া অন্য কোথাও আপনার ইমো আইডি সক্রিয় আছে কি-না!

আসুন জেনে নেওয়া যাক-
১. প্রথমে ইমো অ্যাপ ওপেন করুন
২. আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিং অপশনে যান
৩. অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করুন
৪. ম্যানেজ ডিভাইসেস অপশনে ক্লিক করুন
৫. এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ইমো একাউন্ট এ কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে।

মনে রাখবেন যদি একটি ডিভাইসে লগ ইন করা থাকে এবং আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি একটি ডিভাইসে ব্যবহার করেন তাহলে সেই ডিভাইসটির আপনার সেক্ষেত্রে আপনাকে কোন অ্যাকশন নিতে হবে না।

আপনি যদি ডিভাইস লিস্টে একাধিক ডিভাইসের নাম দেখতে পান তাহলে বুঝবেন আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করেছে অর্থাৎ অন্য কেউ অন্য কোন ডিভাইসে ব্যবহার করছে।

এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব সেই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্ট লগআউট করে দেওয়া।

আপনার মন্তব্য

আলোচিত