সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ ২০:০৫

সংবাদপাঠে নবযুগে বাংলাদেশ, প্রথম সংবাদ পড়ল ‘এআই প্রেজেন্টার’

বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে এই প্রথমবারের মতো সংবাদ পাঠ করল ‘এ আই প্রেজেন্টার’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপক।

বেসরকারি টেলিভশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’ বাংলাদেশের প্রথমবারের মতো সংবাদপাঠে এআই প্রযুক্তি ব্যবহার করল।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ‘অপরাজিতা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা খবর পাঠ করে।

গাঢ় নীল শার্ট ও কোট পরিহিত অপরাজিতার সংবাদ পাঠ দেখলে বোঝার কোনো উপায় নেই যে সে কোনো মানুষ নয়।

সংবাদ পাঠের সময় সঞ্চালকরা দর্শকদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপককে পরিচয় করিয়ে দিয়ে বলেন, অপরাজিতা আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ২৪-এ। প্রথম দিনে দর্শকদের জন্য কী খবর নিয়ে আসছেন, প্রথমদিনে কী থাকছে আপনার কাছে।

জবাবে অপরাজিতা স্বাভাবিক মানুষের মতোই বলা শুরু করে, ফারাবি (সংবাদ পাঠক) আপনাকে ধন্যবাদ। আপনাদের মতো করে আমিও চেষ্টা করবো নিউজ পড়ার। কতটুকু সম্ভব হবে জানি না।

পরে সে খবর পাঠ শুরু করার আগে দর্শকদের উদ্দেশে বলেছে, ‘দর্শক স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশন ইন্ড্রাস্টিতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রেজেন্টার হিসেবে থাকছি চ্যানেল টোয়েন্টিফোরে।’

এরপরই সে খবর পাঠ করতে শুরু করে। এমনকি প্রতিনিধিদেরকেও তার নিউজের সঙ্গে যুক্ত করেছে।

বাংলাদেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রেজেন্টার ব্যবহৃত হলেও চলতি মাসেই উপমহাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা নিয়ে এসেছিল ভারতের ওড়িশাভিত্তিক টেলিভিশন চ্যানেল ওটিভি।

ওড়িশা টিভিতে সংবাদ পাঠের ভূমিকায় থাকাবস্থায় লিসাকে দেখানো হয়েছিল ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি পরিহিত অবস্থায়।

এর আগে চীনেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে সংবাদ উপস্থাপনার কাজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গত এপ্রিলে কুয়েতের একটি মিডিয়া আউটলেট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সংবাদ উপস্থাপিকা ‘ফেদা’কে সামনে নিয়ে আসে।

আপনার মন্তব্য

আলোচিত