সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৬ জুন, ২০১৬ ২১:০৪

৬ জিবি র‍্যামের স্মার্টফোন ওয়ানপ্লাস ৩

দীর্ঘপ্রতীক্ষা ও নানা গুজবের পর চতুর্থ ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করল ওয়ানপ্লাস। ‘ওয়ানপ্লাস ৩’ স্মার্টফোন গত বছর বাজারে আসা ওয়ানপ্লাস ২-এর পরবর্তী সংস্করণ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১৬ ডলার।

ডুয়াল সিম সুবিধার এ ফ্ল্যাগশিপ ডিভাইস অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি অক্সিজেন অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটিতে ৫ দশমিক ৫ ইঞ্চি অপটিক অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৪। ৬ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। বাজারে বিদ্যমান মাত্র কয়েকটি ডিভাইসের মধ্যে এটি একটি যাতে ৬ গিগাবাইট র্যাম ব্যবহার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে নন-এক্সপ্যান্ডেবল ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা থাকবে। এতে ১৬ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরার পাশাপাশি এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এর ক্যামেরায় ফোরকে রেজুলেশনের ভিডিও ধারণ করা যাবে। খবর দ্য ভার্জ।

আপনার মন্তব্য

আলোচিত