সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৭ জুন, ২০১৬ ২২:৫৭

এসেছে ‘জঙ্গি সনাক্ত করার’ নতুন সফটওয়্যার!

এবার এলো ‘জঙ্গি সনাক্তকরণের’ নতুন সফটওয়্যার! এই সফটওয়্যার শুধু চোখমুখ দেখেই বলে দিতে পারবে, কে জঙ্গি আর কে নয়।

ইসরায়েলি সংস্থার তৈরি নতুন এই সফটওয়্যারের নাম 'ফেস্পশন'। প্রথমেই চোখমুখ স্ক্যান করবে এই সফটওয়্যার। এরপর এর ভিত্তিতে তৈরি হবে প্রোফাইল। আর সেই প্রোফাইলই জানিয়ে দেবে ওই ব্যক্তি জঙ্গি কিনা।

প্রস্তুতকারী সংস্থার দাবি, তাদের কাছে থাকা প্রযুক্তিতে ধরে ফেলা যাবে আত্মগোপণ করে থাকা জঙ্গি বা অপরাধীদের।

তারা জানায়, মানুষের জিনেই লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। সে রোজ কী করে, তার আসল পেশা, সে একজন ছাপোষা মানুষ না রোজ অপরাধ জগতে তার আনাগোনা- সবই রেকর্ড হয়ে যায় তার জিনগত বৈশিষ্ট্যে। এই সব জিন তথ্যের সিগন্যাল পাঠায় মুখে ও চোখে। নতুন এই সফটওয়্যার একজনের চোখ ও মুখ স্ক্যান করে এই জিন বৈশিষ্ট্যগুলোকে বের করে নেয় তাদের তৈরি করা প্রযুক্তির মাধ্যমে। আর তার ভিত্তিতেই অল্প সময়ে তৈরি হয়ে যায় একজনের প্রোফাইল।

তাদের এই প্রযুক্তি নিরাপত্তা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও দাবি করেছে 'ফেস্পশন' প্রস্তুতকারীরা। বছর দুয়েক আগেই যাত্রা শুরু করেছে ইসরায়েলি এই তথ্যপ্রযুক্তি সংস্থা। বর্তমানে এই সংস্থা আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে প্রযুক্তিগত নিরাপত্তায় চুক্তি সই করেছে।

আপনার মন্তব্য

আলোচিত