সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৬ ১৭:৪৪

হ্যাকারদের হামলার শিকার এসার

কম্পিউটার নির্মাতা এসার সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, এসারের অনলাইন স্টোর থেকে স্পর্শকাতর তথ্য চুরি করা হয়েছে।

৩৪ হাজার ৫০০ অনলাইন ক্রেতার নাম, ঠিকানা ও ক্রেডিট কার্ডের তথ্য হাতছাড়া হয়ে গেছে বলে স্বীকার করেছে এসার কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডকে এসার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে যে, ক্রেতাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র, কানাডা ও পুয়ের্তো রিকোর।

হ্যাকাররা এসারের সার্ভারে কীভাবে ঢুকেছে, সে বিষয়টি ধরতে পারেনি তারা। বলা হচ্ছে, এটি ‘নিরাপত্তাজনিত বিষয়’।

এসার কর্তৃপক্ষের ভাষ্য, ২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সব তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

আপনার মন্তব্য

আলোচিত