অনলাইন ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ২২:৩৭

গুগলের ডুডলে অলিম্পিকের ছোঁয়া

আজ থেকে শুরু হলো বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস ২০১৬ । এই উৎসবে উপলক্ষে গুগলও যোগ দিয়েছে নিজেদের ডুডলে। অলিম্পিক গেইমসের উদ্বোধনী উপলক্ষে ওয়েব জায়ান্ট গুগল তাদের নতুন 'ইন্টার‍্যাক্টিভ' ডুডলের একটি সিরিজ চালু করেছে।

গুগল জানায়, পরবর্তী কয়েক সপ্তাহ নারকেল, স্ট্রবেরি এবং তরমুজ আর ঘোড়দৌড় এবং অন্যান্য কৌশলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার লোগো প্রকাশ হবে এই ডুডলের মাধ্যমে।

অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইসে গুগল ডুডলে 'ট্যাপ' করে ব্যবহারকারীরা এসব গেমে অংশ নিতে পারেন। ডুডলের গেমগুলো অলিম্পিক গেমসের গেমগুলোর প্রতিফলন। প্রযুক্তি সাইট সিনেটের মতে, নতুন এই 'ফ্রুট ডুডল' মানুষকে আনন্দ দেবে।

এতে আছে অলিম্পিক গেমসের নিয়মিত ইভেন্ট যেমন- ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার , এবং সাইক্লিংসহ বেশ কিছু প্রতিযোগিতা।

এবারের অলিম্পিকের মশাল বহন করেছেন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মন্তব্য

আলোচিত