সিলেটটুডে ওয়েব ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ১২:০৬

নতুন ডোমেইনে ফিরে এল ‘টরেন্টজ’

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ফিরে এল সিনেপ্রেমীদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন টরেন্ট ফাইল ডাউনলোডের  ওয়েবসাইট টরেন্টজ ৷ তবে একটু ভিন্ননামে।

সপ্তাহ দুয়েক আগে ‘কিকঅ্যাস টরেন্ট’ আচমকা বিদায় নিতেই মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের৷ বলিউড থেকে হডিউড, টাটকা হোক বা দুষ্প্রাপ্য, সব ধরনের ছবি বিনামূল্যে ডাউনলোডের সন্ধান মিলত এই ওয়েবসাইটে।

টরেন্টের বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই হতাশায় অনেকে নিজেদের আনলিমিটেড ডেটা প্যাকও ডিঅ্যাকটিভেট করে ফেলেছিলেন৷  এই জনপ্রিয় ওয়েবসাইট থেকেই যে এত কাল পছন্দের গান, সিনেমা এবং ভিডিও গেমস ডাউনলোড করে এসেছেন তাঁরা৷ ফের সমস্যা নিরসন হয়ে গেল৷ নয়া রূপে এসে গেল টরেন্ট৷ গুগলে সার্চ করলে torrentz2.eu নামে দেখা মিলবে নয়া টরেন্টের৷

কয়েক সপ্তাহ আগে পাইরেসি ইস্যুতে গ্রেফতার করা হয়েছিল ‘কিকঅ্যাস টরেন্ট’-এর কর্ণধারকে৷ আর তারপরই বন্ধ হয়ে যায় এই ওয়েবসাইট৷ গত শুক্রবার ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছিল বিদায় বার্তা৷ লেখা ছিল, ‘টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।’ সেই লেখা থাকলেও মাল মশলা সবই আগের মতোই মজুত রয়েছে৷ বরং আগের মতোই থাকছে ছবি ও ভিডিও সার্চের অপশন৷

https://torrentz2.eu/search?f=  সাইটে গিয়ে সার্চ অপশানটিতে ক্লিক করলেই একগুচ্ছ ছবির তালিকা হাজির হয়ে যাবে৷

আপনার মন্তব্য

আলোচিত