সিলেটটুডে অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১০

সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন

আমরা সবাই চাই স্মার্টফোন হতে হবে সুপারফাস্ট। যে ফোনে সবকিছুই করা যাবে দ্রুতগতিতে। কিন্তু আসলেই কী তা হয়? প্রসেসর, র‍্যাম, রম এর ক্যাপাসিটি মিলিয়ে বেশ ঝামেলার বিষয়।

অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড থাকলে নাকি স্মার্টফোন সবেচেয়ে বেশী ফাস্ট হয়। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, অ্যান্ড্রয়েড নয়, আইফোন ৭-ই সবচেয়ে দ্রুততম স্মার্টফোন।

সম্প্রতি রিলিজ হয়েছে প্রচন্ড দ্রুতগতির এই ফোন। যদিও এই ফোনের ভিতরে ঠিক কোন কোন হার্ডওয়্যার রয়েছে, তা পুরোপুরি প্রকাশ করেনি অ্যাপল। তবে জানা গেছে, এই ফোনে রয়েছে এ-১০ ফিউশন প্রসেসর। এই প্রসেসর ফোনের কর্মক্ষমতাকে আরও দ্রুত করে দিতে সাহায্য করে। অন্যান্য ফোনের থেকে বেশিক্ষণ ব্যাটারি থাকে আইফোন ৭-এ।

আপনার মন্তব্য

আলোচিত