সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৮ ২০:৪২

গ্রাহকদের এসএমএস পাঠাতে হবে বাংলায়

দেশের সকল মোবাইল ফোন অপারেটরকে এখন থেকে বাংলা ভাষায় গ্রাহককে এসএমএস পাঠাতে হবে। বুধবার (২৯ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, বিটিআরসির এ সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হবে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সকল মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতদিন ধরে গ্রাহককে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এসএমএস পাঠিয়ে আসছিল মোবাইল ফোন অপারেটরগুলো। এসএমএসে ইংরেজি বর্ণে বাংলা অক্ষরও লেখা হতো।

তবে বিটিআরসির নতুন এ সিদ্ধান্তে বুধবার থেকেই ইংরেজি বর্ণে বা ইংরেজি শব্দে নয় গ্রাহককে এসএমএস পাঠাতে হবে বাংলাতেই।

আপনার মন্তব্য

আলোচিত