সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৫ ১০:৪৪

ইমরানের দুর্নীতির মামলার রায় ১৩ জানুয়ারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন আগামী ১৩ জানুয়ারি ধার্য করা হয়েছে।

এই মামলায় তাদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগ আনা হয়।

সোমবার (৬ জানুয়ারি) ইসলামাবাদের দুর্নীতিবিরোধী বিশেষ আদালতের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, ইমরানের আইনজীবী এবং এনএবির কৌঁসুলির সঙ্গে আলোচনা করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলাটি করেছিল দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল, তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে।

এর আগে দুই দফায় এ মামলার রায় ঘোষণার দিন ধার্য হলেও পরে তা পেছানো হয়। গত বছরের ১৮ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে আদালত রায় ঘোষণা স্থগিত করে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন। সে দিনও রায় ঘোষণা স্থগিত করা হয়। সে সময় বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত