২৬ অক্টোবর, ২০২৫ ১২:০২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ায় আগমনের সময় অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে ‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে কুয়ালালামপুর।
শনিবার (২৫ অক্টোবর) রাতে পুলিশের হাতে প্রায় ৫০ জন বিক্ষোভকারী গ্রেপ্তার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত প্রায় ১০টার দিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয় অতিক্রম করছিলেন। এই সময় কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।
পুলিশ তাদের মেনারা তাবুং এলাকায় একটি চেকপয়েন্টে আটক করে। পরে বিক্ষোভকারীদের জালান তুন রাজাক পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয় এবং মোটরসাইকেলসহ যানবাহনগুলো জব্দ করা হয়।
এর আগের দিনও ট্রাম্পবিরোধী প্রায় ৭০০ জন মানুষ দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে ধরেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
এদিকে, কুয়ালালামপুর পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করেছে। আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়। পুলিশ প্রধান ফাদিল মারসুস জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থান অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছে।
আপনার মন্তব্য