কপ-২৮ সম্মেলন নিয়ে শামস শামীমের বই ‘দেখা ও লেখার ছিন্ন অভিজ্ঞতা’ প্রকাশিত

 প্রকাশিত: ২০২৫-১০-২৭ ০১:২৩:২৮

নিজস্ব প্রতিবেদক:

লেখক-সাংবাদিক শামস শামীমের ‘কপ ২৮: দেখা ও লেখার ছিন্ন অভিজ্ঞতা’ গ্রন্থ প্রকাশিত হয়েছে।

২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ আয়োজিত এবং দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতাসহ নানা বিষয় নিয়ে গ্রন্থটি রচনা করেছেন শামস শামীম।

জলবায়ু ন্যায্যতা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মতামত, বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপুঞ্জ ও জাতিসংঘের সংশ্লিষ্টদের বক্তব্য, দুবাই ও আবুধাবিতে অবস্থানকারী বাংলাদেশি জলবায়ু উদ্বাস্তু শ্রমিকদের কথা, দালালের ফাঁদে পড়ে নিঃস্ব বাঙালি তরুণীদের কথা এবং দুবাই ও আবুধাবির দর্শনীয় ও বাণিজ্যিক স্থান নিয়েও আলোচনা করেছেন তিনি। লেখার সঙ্গে গুরুত্বপূর্ণ ছবিও রয়েছে বইটিতে।

বাংলাদেশের খ্যাতিমান প্রকাশনী চৈতন্য প্রকাশনী গ্রন্থটি প্রকাশ করেছে। প্রায় সাড়ে ১০ ফর্মার বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

বইটি সুনামগঞ্জের মধ্যবিত্ত, সিলেটের বাতিঘরসহ অনলাইন প্লাটফর্ম রকমারিতেও পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য