আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০১৬ ১৩:১৭

বোকো হারামের জঙ্গিদের কাছ থেকে আরো ৯৭ নারী উদ্ধার

নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্নোতে বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী আরো ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরী ছাত্রীর নাম সেরাহ লুকা। এর আগে বুধবার অপহৃত ওই ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়। 

১৯ বছরের আমিনা আলী এনকেক নামের ওই মেয়েটির সঙ্গে একটি শিশুও উদ্ধার হয়েছিল। এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে। বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রপতির সাথে। 

২০১৪ সালে চিবোক-এর স্কুল থেকে যে দুইশ জনের বেশি স্কুলছাত্রী অপহৃত হয়েছিলেন, তাদের একজনও রয়েছেন এই উদ্ধার হওয়াদের দলে।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ওই ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন। 

আপনার মন্তব্য

আলোচিত