সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ১৪:২৮

হিমালয়ে গিয়ে প্রাণ হারালেন বাঙ্গালি রাজীব ভট্টাচার্য

হিমালয় জয় করতে গিয়ে প্রাণ হারালেন বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্য (৪৩)। ধবলগিরি শৃঙ্গ জয় করে নামার পথে অসুস্থ হয়ে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের এই পর্বতারোহীর। 

জানা যায়, ধবলগিরি অভিযান সেরে বৃহস্পতিবার নামার পথে চার নম্বর ক্যাম্পের কাছে অসুস্থ হয়ে পড়েন। স্নো ব্লাইন্ডনেসের জন্য তিনি চোখে দেখতে পাচ্ছেন না বলে সহযোগীদের জানান রাজীব। এরপরই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি। শৃঙ্গজয় করে ফেরার সময়ে প্রবল তুষারপাতের মুখে পড়েন রাজীব।

আবার অনেকেই আশঙ্কা করেছেন, ৭৬০০ মিটার উচ্চতায় অক্সিজেনের অভাবে হৃদরোগে আক্রান্ত হতে পারেন রাজীব।  


এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজীবের দেহ উদ্ধার করা যায়নি। কারণ যেখানে রাজীবের দেহ রয়েছে, সেই জায়গাটি যথেষ্ট দুর্গম। আবহাওয়াও যথেষ্ট প্রতিকূল। ফলে হেলিকপ্টারের সাহায্যে রাজীবের দেহ উদ্ধার করার চেষ্টা করা যায় কি না, সে চেষ্টা চলছে। 

উল্লেখ্য, ২০১১ সালে এভারেস্ট এবং ২০১৩ সালে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয় করেছিলেন রাজীব।

আপনার মন্তব্য

আলোচিত